ন্যাটো
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট বা ন্যাটো (উৎসঃ ইংরেজি North Atlantic Treaty Organisation বা NATO নেটো) ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত একটি সামরিক সহযোগিতার জোট। ন্যাটো জোট ভুক্ত দেশগুলো পারস্পরিক সামরিক সহযোগিতা প্রদানে অঙ্গীকারাবদ্ধ। আটলান্টিক মহাসাগরের দুই পারে অবস্থিত উত্তর আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা এবং ইউরোপের অধিকাংশ দেশ এই জোটের সদস্য। এছাড়া তুরস্ক ও এই জোটের সদস্য।