ইউরো
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইউরো (মূদ্রা সংকেত€; ব্যাংক কোড: EUR) হল ইউরোপীয় ইউনিয়নের সরকারী মূদ্রা, এবং সেখানকার ১২টি দেশে (অস্ট্রিয়া, আয়ারল্যান্ড, ইতালি, গ্রীস, জার্মানি, নেদারল্যান্ড, পর্তুগাল, ফিনল্যান্ড, ফ্রান্স, বেলজিয়াম, লুক্সেমবুর্গ, ও স্পেন) প্রচলিত একক মূদ্রা। এছাড়াও ইউরোপীয় ইউনিয়নের বাইরের কিছু দেশ, যেমন মোনাকো, সান মারিনো এবং ভ্যাটিকান সিটি) চুক্তির ভিত্তিতে এই মূদ্রাটি ব্যবহার করে থাকে। এটি এন্ডোরা, কসোভো ও মন্টেনেগ্রোতেও ব্যবহৃত হয়ে থাকে।
২০০২ সালে ইউরো সাধারণ বাজারে ছাড়া হয়। অবশ্য ১৯৯৯ সাল থেকেই ব্যাংক গুলো বিনিময় মাধ্যম হিসেবে এটি ব্যবহার করছে।