তিব্বত
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
তিব্বত গণচীনের একটি স্বশাসিত অঞ্চল, যেটাকে চীনাভাষাতে শিন্ত্সাং বলে। মধ্য এশিয়ায় অবস্থিত এ অঞ্চলটি তিব্বতীয় জনগোষ্ঠীর আবাসস্থল। তিব্বতীয় মালভূমির গড় উচ্চতা ১৬,০০০ ফুট; যার কারনে এই অঞ্চলকে পৃথিবীর ছাদও বলা হয়।
প্রবাসী অনেক তিব্বতীয় এই অঞ্চলকে গণচীনের একটি অংশ হিসেবে মানতে রাজী নন। ১৯৫৯ সালে গণচীনের বিরুদ্ধে স্বাধীকারের আন্দোলনে ব্যর্থ হয়ে দালাই লামার নেতৃত্বে ভারতের ধর্মশালায় প্রবাসী তিব্বত সরকার গঠিত হয়েছে। তিব্বতের রাজধানীর নাম লাসা।