তারা
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
তারা অতি উজ্জ্বল বৃহৎ মহাজাগতিক প্লাসমা দশাস্থিত গোলকাকার বস্তুপিণ্ড। উচ্চ তাপে নক্ষত্র নিউক্লীয় ফিউশান্ বা কেন্দ্রিন বিক্রিয়ার মাধ্যমে ক্রমাগত নিজের জ্বালানী উৎপন্ন করে।কেন্দ্রিন সংযোজন থেকে উদ্ভুত তাপ ও চাপ মহাকর্ষীয় সঙ্কোচনকে ঠেকিয়ে রাখে। জ্বালানি শেষ হয়ে গেলে একটি নক্ষত্র মৃত্যু হয়ে বামন তারা অথবা নিউট্রন নক্ষত্র আবার কখনো কৃষ্ণগহ্বরে পরিণত হয়। পৃথিবী হতে সবচাইতে কাছের নক্ষত্র হচ্ছে সূর্য
[সম্পাদনা করুন] বহিঃসংযোগ
- Query star by identifier, coordinates or reference code. Centre de Données astronomiques de Strasbourg
- Star, World Book @ NASA
- Portraits of Stars and their Constellations. University of Illinois
- How To Decipher Classification Codes. Astronomical Society of South Australia