আল্পস্ পর্বতমালা
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
-
এই শিরোনামের অন্য ব্যবহারের জন্য, দেখুন আল্পস্ (দ্ব্যর্থতা নিরসন)।
আল্পস্ পর্বতমালা ইউরোপে অবস্থিত পর্বতমালাদের অন্যতম। আল্পস্ পর্বতমালা পূর্বে অস্ট্রিয়া ও স্লোভানিয়া এবং পশ্চিমে ইতালি, সুইজারল্যান্ড, লিশ্টেনশ্টাইন হয়ে জার্মানী থেকে ফ্রান্স পর্যন্ত বিস্তৃত। আল্পস্ পর্বতমালার সবচেয়ে উচ্চতম পর্বত ইতালি-ফ্রান্স সীমান্তে অবস্থিত মঁ ব্লাঁ, যার উচ্চতা ৪৮০৮ মিটার।