ওয়ার্নার হাইজেনবার্গ
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ওয়ার্নার হাইজেনবার্গ (ডিসেম্বর ৫, ১৯০১ - ফেব্রুয়ারি ১, ১৯৭৬) একজন নোবেল বিজয়ী জার্মান পদার্থ বিজ্ঞানী। তিনি এরউইন শ্রোডিঙ্গার এর সমসাময়িক (কিন্তু এক সঙ্গে নয়) কোয়ান্টাম পদার্থবিজ্ঞান আবিষ্কার করেন। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি আবিষ্কারের জন্য তিনি বিখ্যাত।
[সম্পাদনা করুন] প্রাথমিক জীবন
হাইজেনবার্গ এর জন্ম জার্মানীতে। ইউনিভার্সিটি অফ মিউনিখ এ তিনি আর্নল্ড সমারফেল্ড ও উইলহেম ভীন এর কাছে পদার্থবিজ্ঞান অধ্যয়ন করেন। গটিংজেন বিশ্ববিদ্যালয় এ পড়েন ডেভিড হিলবার্ট ও ম্যাক্স বর্ন এর তত্ত্বাবধানে।
[সম্পাদনা করুন] কোয়ান্টাম পদার্থবিজ্ঞান
১৯২৪ সালে নীলস বোহ্র এর সাথে তিনি কোয়ান্টাম পদার্থবিজ্ঞান এর কাজ শুরু করেন, যা শেষ হয় ১৯২৬ এ দুর্বোধ্য "ম্যাট্রিক্স মেকানিক্স" এর মাধ্যমে। পরবর্তীতে বিশেষত পল ডিরাক, ভলফগ্যাং পাউলি, প্রমুখের প্রচেষ্টায় কোয়ান্টাম পদার্থবিজ্ঞান এর স্পষ্টতর ব্যাখ্যা প্রতিষ্ঠিত হয়, যদিও তাত্ত্বিক ভাবে নতুন এই বলবিজ্ঞান হাইজেনবার্গ এর ম্যাট্রিক্স উপায়ের সমার্থক। অবশ্য হাইজেনবার্গ তার নিজস্ব তত্ত্বের মধ্যেই তার অনিশ্চয়তা সূত্র প্রমান করেন।
[সম্পাদনা করুন] পুরষ্কার
কোয়ান্টাম বলবিদ্যায় অবদানের জন্য ১৯৩২ সালে হাইজেনবার্গ নোবেল পুরষ্কার লাভ করেন।