ডিসেম্বর ৫
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ডিসেম্বর ৫ গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ৩৩৯ তম (অধিবর্ষে ৩৪০ তম) দিন।
সূচিপত্র |
[সম্পাদনা করুন] ঘটনাবলী
[সম্পাদনা করুন] জন্ম
- ১৮৯০ - ফ্রিৎস ল্যাং, একজন অস্ট্রিয়ান-আমেরিকান চলচ্চিত্র নির্দেশক, চলচ্চিত্রকার।
- ১৯০১ - ওয়াল্ট ডিজনি, একজন মার্কিন চলচ্চিত্র প্রযোজক, নির্দেশক, কাহিনীকার, নেপথ্য কন্ঠ শিল্পী ও অ্যানিমেটর ছিলেন।
- ১৯০১ - ওয়ার্নার হাইজেনবার্গ, নোবেল বিজয়ী জার্মান পদার্থবিজ্ঞানী।
- ১৯৩২ - শেল্ডন গ্ল্যাশো,মার্কিন পদার্থবিজ্ঞানী।
[সম্পাদনা করুন] মৃত্যু
- ১৭৯১ - ভোল্ফগাং আমাদেউস মোৎসার্ট, অস্ট্রীয় সুরকার।
- ১৮৭০ - আলেক্সাঁদ্র্ দ্যুমা, বিখ্যাত ফরাসি ঔপন্যাসিক।
- ১৯২৬ - ক্লোদ মনে, ফ্রান্সের এক বিখ্যাত ধারণাবাদী (ইম্প্রেশনিস্ট) চিত্রশিল্পী।
- ১৯৫০ - অরবিন্দ ঘোষ,বাঙালি রাজনৈতিক নেতা, আধ্যাত্মসাধক এবং দার্শনিক।
- ১৯৬৩ - হোসেন শহীদ সোহ্রাওয়ার্দী, বিখ্যাত বাঙালি রাজনীতিবিদ ও আইনজীবী ছিলেন।