আফ্রিকান ইউনিয়ন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আফ্রিকান ইউনিয়ন একটি আন্তর্জাতিক সংস্থা, যা ৫৩টি আফ্রিকান দেশ সমূহ নিয়ে গঠিত। আফ্রিকান ইউনিয়ন গঠিত হয় ২০০২ সালের ৯ জুলাই প্রতিষ্ঠিত হয়। পূর্বের আফ্রিকান অর্থনৈতিক সমাজ (African Economic Community) এবং আফ্রিকান জোট সংস্থা (Organisation of African Unity) মিলিত হয়ে আফ্রিকান ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়।