গ্রেগরিয়ান বর্ষপঞ্জী
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গ্রেগরিয়ান বর্ষপঞ্জী বিশ্বের প্রায় সবখানেই ব্যবহৃত হয়। এটি জুলিয়ান বর্ষপঞ্জীর পরিব্ররতিত সংস্করণ যা প্রথম কালাব্রিয়ান ডক্টর আলইয়াস লিলিয়াস প্রস্তাব করেন এবং চালু করেন পোপ গ্রেগরি ত্রয়োদশ যার নামানুসারে এর নামকরণ করা হয়েছে। ১৫৮২ খ্রীস্টাব্দ হতে এটি চালু হয়। তবে যুক্তরাজ্য ও তদানিন্তন ব্রিটিশ কলোনী হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রে এর প্রচলন হয় ১৭৫২ খ্রীস্টাব্দে। ইউরোপের অনেক দেশ, যেমন রাশিয়াতে ১৯১৮ খ্রীস্টাব্দ পর্যন্ত এটি চালু ছিল।