আইয়ুব বাচ্চু
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আইয়ুব বাচ্চু |
|
জন্ম | ১৬ই আগস্ট[[]] চট্টগ্রাম |
---|---|
বসবাস | Bangladesh |
জাতীয়তা | Bangladeshi |
কর্মক্ষেত্র | সংগীত |
Alma Mater | [[]] [[]] |
কেন বিখ্যাত | গীটার সংগীত |
ধর্ম | ইসলাম |
সমুদ্র শহর চট্টগ্রামের সন্তান আইয়ুব বাচ্চু বাংলাদেশের ব্যান্ড জগতের সবচেয়ে জনপ্রিয় ও সম্মানিত ব্যক্তিত্বদের একজন। আইয়ুব বাচ্চু এল আর বি ব্যান্ড দলের ব্যান্ড লিডার এবং ভোকাল। ১৯৯১ সালে জন্ম নেয়া এল আর বি বাংলাদেশের বিখ্যাত এবং অন্যতম জনপ্রিয় রক ব্যান্ড দল। আইয়ুব বাচ্চু তার শ্রোতা-ভক্তদের কাছে এবি (AB) নামে পরিচিত। তাঁর ডাক নাম রবিন। আইয়ুব বাচ্চু একাধারে গীতিকার, সুরকার, সংগীত পরিচালক। মুলত রক ঘরানার কন্ঠের অধীকারি হলেও আধুনিক, ক্ল্যাসিকাল, ফোক এবং লোকগীতি সংগীত দিয়েও শ্রোতাদের মুগ্ধ করেছেন।
খুব ছোটবেলায় ভালোবেসে হাতে তুলে নিয়ে ছিলেন প্রিয় গিটার। আজ গীটার এবং আইয়ুব বাচ্চু যেন একে অপরের পরিপূরক। গীটার বাদনে তার পারদর্শিতা তাঁকে এ উপমহাদেশে একটি বিশেষ স্থানে অধিষ্ঠীত করেছে। এক যুগের বেশী সময় ধরে তাঁর গীটার-এর মোহনীয় সুরে শ্রোতাদের মুগ্ধ করে রেখেছেন। আজও সেই ভালবাসার প্রতিদানে সৃষ্টি করে যাচ্ছেন অসাধারন আর জনপ্রিয় সব সুর। সৃষ্টিশীলতা আর স্বতন্ত্র বৈশিষ্ট্যের এক মোহময় সংমিশ্রন পরিলক্ষিত হয় তাঁর বাদনে। শুধু প্রিয় গিটার আর সুরকে সাথী করে পাড়ি দিয়েছেন এতটা পথ। খুব চেনা শহর চট্টগ্রাম আর ভালোবাসার পরিবারের মায়া ছেড়ে সংগীতকে জীবিকা করার উদ্দেশ্যে চলে আসেন ঢাকায়। তাঁর-ই সৃষ্টি করা গান সুখী ছেলে যেন তাঁর জীবনের-ই গল্প। তিনি সেই ঘর ছাড়া এক সুখী ছেলে....।
°°°°ময়না আইয়ুব বাচ্চুর সর্ব প্রথম প্রকাশিত এলবাম।