এল আর বি
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
এল আর বি বাংলাদেশের একটি বিখ্যাত ও জনপ্রিয় রক ব্যান্ড দল। ১৯৯০ সালের ৫ই এপ্রিল এই কিংবদন্তী ব্যান্ডটি যাত্রা শুরু করে। পুরো নাম লাভ রান্স ব্লাইন্ড। শুরুতে ব্যান্ডটির নাম রাখা হয়েছিল ইয়েলো রিভার ব্যান্ড। এই নামে অন্য একটি ব্যান্ড থাকায় পরে নাম রাখা হয় লিটল রিভার ব্যান্ড। আরো পরে এই নাম টিও পরিবর্তন হয়ে এখন হয়েছে লাভ রান্স ব্লাইন্ড। ব্যান্ডটির প্রতিস্ঠাতা আইয়ুব বাচ্চু। ১৯৯০-এর দশকের শুরুর দিকে এর যাত্রা শুরু, একটি ডব্ল্ এলবাম দিয়ে। এল আর বি-র প্রথম এই ডবলস্-টি বের হয়েছিল মাধবী এবং হকার নামে। এটি বাংলাদেশ এর ইতিহাসের প্রথম ডব্ল্ এলবাম। চলো বদলে যাই এল আর বি-র সবচেয়ে জনপ্রিয় গান।
°°°[1]
সূচিপত্র |
[সম্পাদনা করুন] ব্যান্ড্-এর বর্তমান লাইনআপ
[সম্পাদনা করুন] আইয়ুব বাচ্চু
এই বিষয়ে মূল নিবন্ধের জন্য দেখুন: আইয়ুব বাচ্চু
এল আর বি-র ভোকাল ও লীড মাস্টার।
[সম্পাদনা করুন] স্বপন
এই বিষয়ে মূল নিবন্ধের জন্য দেখুন: স্বপন
এল আর বি-র বেইজ গীটারিস্ট। স্বপন একমাত্র মেম্বার যিনি এল আর বি গঠন এর শুরু থেকে ব্যান্ডের সাথে আছেন।
[সম্পাদনা করুন] মাসুদ
এল আর বি-র লীড গিটারিস্ট ও ভেকাল। ১৯৭৬ সালের ১৭ই নভেম্বর কুষ্টিয়ার মেহেরপুরে জন্ম গ্রহন করেন। ২০০৩ সালে এল আর বি-তে যোগ দেন।
[সম্পাদনা করুন] রোমেল
এল আর বি-র Guest ড্রামার।
[সম্পাদনা করুন] এল আর বি-র জনপ্রিয় গান
- হকার * রিটায়ার্ড ফাদার * ঘুম ভাঙ্গা শহরে
- জীবনের মানে * সুখ * চলো বদলে যাই
- অন্ধ মেয়ে * মাকে বলিস * ১৯ কিংবা ২০ * নষ্ট করেছ আমাদের * বাংলাদেশ (Bangladesh) * একজন জারজ সন্তান
- ঘুমন্ত শহরে * বেইলী রোডে * আমার আর কিছুই নেই * সুখী ছেলে
- এখন অনেক রাত * ফেরারী মন * চলো বদলে যাই * শেষ চিঠি * মাধবী * স্মৃতি নিয়ে * গতকাল রাতে * পেনশন * রূপালী গীটার * বাংলাদেশ (Unplugged)
- রাতের তারা * জন্মহীন নক্ষত্র * চাঁদ মামা * দূরের তোমাকে * কেঁদে কেঁদে যাবো * সন্ন্যাসীনি * বাংকার * স্বপ্ন(২) গল্প শেষে * দুঃখীনি রাতে
- সাড়ে তিন হাত মাটি * মাঝরাতে * রোদ্দুর জানে না * প্রজাপতি * বিস্ময় ! * খুব সহজেই * আয়না এবং আমি * চাই জল ... জল
- একটি বার * আকাশ জোড়া ভালবাসা * জল জোছনা * সুইসাইড নোট * যাবে যদি চলে যাও * শুক তারা * স্মৃতি * মনটা আমার
- চলো বদলে যাই ** এখন অনেক রাত ** ফেরারী মন ** রূপালী গীটার ** বাংলাদেশ ** ঘুম ভাঙ্গা শহরে
[সম্পাদনা করুন] এলবাম
১. এল আর বি ডবলস্(প্রথম-১৯৯২) মাধবী এবং হকার
২. সুখ (১৯৯৩)
৩. তবুও (১৯৯৪)
৪. ঘুমন্ত শহরে (১৯৯৫)
৫. ফেরারী মন (১৯৯৬)
৬. স্বপ্ন (১৯৯৬)
৭. এল আর বি ডবলস্(দ্বিতীয়-১৯৯৮) আমাদের এবং বিস্ময়
৮. মন চাইলে মন পাবে (২০০১)
৯. অচেনা জীবন (২০০৩)
১০. মনে আছে নাকি নাই (২০০৫)
[সম্পাদনা করুন] প্রাক্তন ব্যান্ড মেম্বার
- জয় (ড্রামার)
- মিল্টন আকবর (ড্রামার)
- সুমন (ড্রামার)
- হাবলু (কঙ্গো ও পার্কাসন)
- শহিদুল ইসলাম টুটুল (কী-বোর্ড)
- রিয়াদ (ড্রামার)
[সম্পাদনা করুন] পুরস্কার ও সন্মাননা
- মেরিল-প্রথম আলো তারকা জরিপ পুরস্কার ১৯৯৮ (সেরা ব্যান্ড)
- মেরিল-প্রথম আলো তারকা জরিপ পুরস্কার ১৯৯৯ (সেরা ব্যান্ড)
- মেরিল-প্রথম আলো তারকা জরিপ পুরস্কার ২০০০ (সেরা ব্যান্ড)
- মেরিল-প্রথম আলো তারকা জরিপ পুরস্কার ২০০১ (সেরা ব্যান্ড)
- মেরিল-প্রথম আলো তারকা জরিপ পুরস্কার ২০০৫ (সেরা ব্যান্ড)