সের্ন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অর্গানাইজেশন ইউরোপিনে পোঁ লা রিচার্চে নিউক্লিয়েঁ (ইংরেজি: ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চ), সাধারণভাবে সের্ন নামে পরিচিত, উচ্চারণ [sɜːɹn] (বা [sɛrn] ফরাসি উচ্চারণে), হচ্ছে জেনেভা'র ঠিক পশ্চিমে ফ্রান্স ও সুইজারল্যান্ড এর মধ্যকার সীমান্তে অবস্থিত বিশ্বের সর্ববৃহৎ কণিকা পদার্থবিজ্ঞান গবেষণাগার। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর পীঠস্থান হিসাবেও এর পরিচিতি রয়েছে। ১৯৫৪ এর সেপ্টেম্বর ২৯-এ অনুষ্ঠিত এক সভায় সের্ন প্রতিষ্ঠার প্রস্তাবটি স্বাক্ষরিত হয়। প্রস্তাবে স্বাক্ষরকারী রাষ্ট্রের সংখ্যা শুরুতে মাত্র ১২ থাকলেও বর্তমানে এই সদস্য রাষ্ট্রের সংখ্যা বেড়ে ২০-এ দাঁড়িয়েছে।
[সম্পাদনা করুন] সদস্য রাষ্ট্রসমূহ
শুরুতে স্বাক্ষরকারী রাষ্ট্রগুলো হচ্ছে:
- বেলজিয়াম,
- ডেনমার্ক,
- জার্মানি (পরবর্তিতে পশ্চিম জার্মানি),
- ফ্রান্স,
- গ্রিস,
- ইতালি,
- নরওয়ে,
- সুইডেন,
- সুইজারল্যান্ড,
- নেদারল্যান্ডস,
- যুক্তরাজ্য,
- যুগোস্লাভিয়া.
এরপরে:
- অস্ট্রিয়া ১৯৫৯ সালে যোগদান করে
- যুগোস্লাভিয়া ১৯৬১ সালে পদত্যাগ করে
- স্পেন ১৯৬১ সালে যোগদান করে,১৯৬৯ সালে পদত্যাগ করে এবং ১৯৮৩ সালে পুনরায় যোগদান করে
- পর্তুগাল ১৯৮৫ সালে যোগদান করে
- ফিনল্যান্ড ১৯৯১ সালে যোগদান করে
- পোল্যান্ড ১৯৯১ সালে যোগদান করে
- হাঙ্গেরি ১৯৯২ সালে যোগদান করে
- চেক প্রজাতন্ত্র ১৯৯৩ সালে যোগদান করে
- স্লোভাকিয়া ১৯৯৩ সালে যোগদান করে
- বুলগেরিয়া ১৯৯৯ সালে যোগদান করে
যার ফলশ্রুতিতে বর্তমান সদস্যা সংখ্যা ২০-এ দাঁড়িয়েছে। তাছাড়া ৮ টি সত্ত্বার(আন্তর্জাতিক সংস্থা অথবা দেশসমূহ) রয়েছে "পর্যবেক্ষক মর্যাদা"। এরা হলো ইউরোপিয়ান কমিশন, ভারত, ইস্রায়েল, জাপান, রাশিয়া, তুরস্ক, ইউনেস্কো এবং ইউএসএ।