বের্নহার্ট রিমান
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গেয়র্গ ফ্রিড্রিশ বের্নহার্ট রিমান(সেপ্টেম্বর ১৭, ১৮২৬ - জুলাই ২০, ১৮৬৬) বিখ্যাত জার্মান গণিতবিদ যিনি বিশ্লেষণী ও অন্তরকলনীয় জ্যামিতিতে মৌলিক অবদানের জন্য পরিচিত। তাঁর প্রস্তাবিত রিমান প্রতিপাদ্য গণিতের সবচেয়ে কঠিন সমস্যাগুলির অন্যতম, যার সমাধান এখনও হয়নি।