মে ১
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মে ১ গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১২১ তম (অধিবর্ষে ১২২ তম) দিন । এটি মে মাসের প্রথম দিন।
সূচিপত্র |
[সম্পাদনা করুন] ঘটনাবলী
- ১৮৮৬: যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে-মার্কেটে পুলিশ বিক্ষোভরত শ্রমিকদের উপর গুলি চালালে ব্যাপক প্রাণহানী হয়।
[সম্পাদনা করুন] জন্ম
[সম্পাদনা করুন] মৃত্যু
- ১৯৯৩ - কলম্বোয় মে দিবসের মিছিলে নেতৃত্বদানকালে এক আত্মঘাতী বোমা হামলায় শ্রীলংকার প্রেসিডেন্ট রাণাসিংগে প্রেমাদাসা (৬৮) নিহত হন
- ১৯৯৩ - পিয়ের বেরেগোভোয়া, ফ্রান্সের প্রধানমন্ত্রী ছিলেন।
[সম্পাদনা করুন] ছুটি ও অন্যান্য
- মে দিবস: বাংলাদেশ ও অন্যান্য অনেক দেশে এই দিনটি শ্রমজীবি মানুষের সাথে সংহতির দিবস হিসাবে পালিত হয়।