বসুবিহার
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বসুবিহার বাংলাদেশের অন্যতম প্রাচীন নিদর্শন। এটি মহাস্থানগড় হতে ৪ মাইল পশ্চিমে বিহার গ্রামে অবস্থিত। ধারনা করা হয়, এটি একটি সংঘারামের ধ্বংসাবশেষ। খননকার্যের ফলে সেখানে ব্রোঞ্জের বৌদ্ধমুর্তি, পোড়ামাটির ফলকসহ বিভিন্ন মূল্যবান প্রত্নতাত্ত্বিক বস্তু আবিষ্কৃত হয়েছে।