ত্রিতাল
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শাস্ত্রীয় সঙ্গীতের একটি বহল ব্যবহৃত তাল। তিনটি তালি ও একটি খালি (ফাঁক) তাই নাম তিনতাল বা ত্রিতাল।
মাত্রা: ষোল
ছন্দ: চতুর্মাত্রিক (চার মাত্রার একেকটি, অর্থাৎ চার (১৬/৪) পংক্তি )
বোল:
(+)ধা' ধিন্' ধিন্' ধা'
ধা' ধিন্' ধিন্' ধা'
(0)না' তিন্ তিন্ তা
তেটে' ধিন্' ধিন্' ধা'
মোটা অক্ষর= তালি, (0)= খালি (ফাঁক), (+)= সম