তাল (সঙ্গীত)
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
তাল হল ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে তাল ছন্দের নিয়ামক এবং ছন্দের অংশাদির আপেক্ষিক লঘুত্ব বা গুরুত্বের নির্ধারক।
শাস্ত্রীয় বর্ণনায় তালকে এর থেকেও বেশী মাহত্ম দেওয়া হয়ছে:
"ত-কারঃ শঙ্করঃ, ল-কারঃ শক্তিরুচ্যতে।
শিব-শক্তিসমযোগ তালনামাভিধেয়তে।"
অর্থাৎ শিবের তাণ্ডব ও শক্তির লাস্যের সংযাজনে তালের জন্ম।