ত্বরণ
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ত্বরণ (Acceleration) হলো কোনো বস্তুর বেগের পরিবর্তন। বেগ হলো বস্তুটির দ্রুতি (speed) আর দিক (direction)। যখন বস্তুটি তার দ্রুতি বা দিক পরিবর্তন হয়, তখন বস্তুটির ত্বরণ হয়। সময়ের সাথে যত দ্রুত এ পরিবর্তন হয়, বস্তুটিরও তত ত্বরণ হয়।
পদার্থবিজ্ঞানে (Physics) ত্বরণের ভূমিকা গুরুত্বপূর্ণ। গাণিতিকভাবে, ত্বরণ হলো সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হার।
ধরা যাক, রাস্তা দিয়ে একটা গাড়ি চলছে, উত্তর দিকে। ফাঁকা রাস্তা। চালক গাড়িটির স্পিড বাড়িয়ে দিলেন। আরো দ্রুত বেগে চলতে লাগল গাড়িটি। সাধারণভাবে বলা যেতে পারে, গাড়িটির ত্বরণ হয়েছে। জেব্রা ক্রসিংয়ের কাছাকাছি এসে গাড়ির চালক দেখলেন, এক পথচারী রাস্তা পার হচ্ছেন। গাড়িটির স্পিড কমিয়ে দিলেন তিনি। আগের চেয়ে ধীর বেগে চলতে লাগল। আপনি বললেন, এবার গাড়িটির মন্দন হয়েছে।
ত্বরণ আর মন্দন, পদার্থবিদ্যার ভাষায় এ দুটোই ত্বরণ। মন্দন হলো ঋণাত্মক ত্বরণ।