অধিবর্ষ
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অধিবর্ষ হলো এমন বছর, যাতে ৩৬৫ দিনের পরিবর্তে ৩৬৬ দিন থাকে। যদিও দিন হিসাব করা হয় ২৪ ঘন্টায় কিন্তু সত্যিকার অর্থে ২৩ ঘন্টা ৫৬ মিনিট ৪ সেকেন্ড সসয়ে একটি দিন অতিবাহিত হয়। লক্ষ করুন এতে প্রতিদিন ৩ মিনিট ৫৬ সেকেন্ড সময় অবশিষ্ট থেকে যাচ্ছে যা প্রতি চার বছর পরপর ৩৬৬ দিনে বছর হিসাব করার মাধ্যমে সমাধান করা হয়। সাধারনত ফেব্রুয়ারী মাসে ১ দিন যোগ করে এই কাজটি করা হয়। তাই এই চার বছর পর পর ৪ দিয়ে বিভাজ্য বছর গুলোকে অধিবর্ষ বা লিপ ইয়ার হিসাবে বলা হয়, এবং এই বছরগুলোতে ফেব্রুয়ারী মাস হয় ২৯ দিনে।