তৌরাত
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
তৌরাত হযরত মুসা (আঃ) এর উপর নাযিল হওয়া আসমানী কিতাব । এটি হিব্রু ভাষায় লিখিত ইহুদীদের পবিত্র ধর্মগ্রন্থ । হিব্রু ভাষায় এর নাম তোরাহ্ । তোরাহ্ শব্দের অর্থ আইন,নিয়ম বা শিক্ষণীয় উপদেশ। এটি ৫ টি পুস্তকের সমন্বয়ে গঠিত । তাই তৌরাত কে অনেকে মুসার পঞ্চ পুস্তক বলে থাকে। এই পঞ্চ পুস্তকের নাম নিম্নরূপ।