খোল (বাদ্য)
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দুইদিক চামড়ায় ছাওয়া ঢোলকাকার ঘাতবাদ্য যন্ত্র। বামদিক সামান্য বড়। দুই (খালি) হাতে বাজান হয়। গাবের স্হলে ময়দার প্রলেপ ব্যবহার হয় তাই আওয়াজ পাখোয়াজের থেকে চড়া। কীর্তনাঙ্গ সঙ্গীতে বহূল ব্যবহৃত। খোলের সঙ্গে সাধারণতঃ করতাল (বাদ্য) (বড় খঞ্জনি) বা মঞ্জীরা বাজে।
মণিপুরী নাচে পুরুষ নর্তক পাং নামের খোলের মত একটি গলায় ঝুলিয়ে নাচে ও বাজতে বাজাতে ঘুরপাক খায়।