কালেমা
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
[সম্পাদনা করুন] কালেমা
“আল্লাহ্ ছাড়া কোন উপাস্য নাই এবং হযরত মুহাম্মদ (সা:) আল্লাহ্'র রাসুল বা বার্তাবাহক”- এই কলেমা উচচারণ করা এবং তা অন্তরে বিশ্বাস করা ঈমানের অংগ। কেউ অন্য ধর্ম থেকে এসে মুসলিম হতে চাইলে তাকে প্রথম এই কলেমা পাঠ করে সাক্ষ্য দিতে হয়। একে শাহাদা (আরবী شهادتان ; English: witness) বা বিশ্বাস ঘোষনা করা (declaration of faith) বলা হয়।
ইসলামের পঞ্চস্তম্ভ | ||
কালেমা | নামাজ | রোজা | যাকাত | হজ্জ্ব |
ইসলাম ধর্মে কালেমার গুরুত্ব অপরিসীম। ধর্মীয় কিংবা আধ্যাত্বিক সব দিক বিবেচনায় কালেমা বা ঈমান সব দিক থেকেই অপরিহার্য। কালেমা শুধু মুখে উচ্চারণ করলেই চলবে না, সেই সাথে এটাও অন্তরে রাখতে হবে যে, যাকে প্রভু বলে স্বীকার করে নিলাম, তার দেয়া সব ধরনের বিধি-নিষেধ ও অক্ষরে অক্ষরে মেনে চলব; তাহলেই আসবে ইহলৈকিক এবং পারলৈকিক কল্যাণ। এই অর্থে কালিমা হচ্ছে সেই পদ্ধিত যার মাধ্যেম একজন মানুষ নিজেকে মহান আল্লার অধীনে সপে দেয়ার মাধ্যমে নিজেকে ইসলামের পথে দীক্ষিত হয়। প্রকৃত অর্থে ঈমান পরবর্তী আমল সম্পাদনার মধ্যেই কালেমার সার্থকতা নিহীত থাকে। ঈমান ছাড়া যেমন আমলের কোন মূল্য নাই তেমনি আমল ছাড়া ঈমানের-ও কোন গুরুত্ব নাই। প্রকৃত আমলের মাধ্যমেই কেবল মাত্র ঈমানের পূর্ণাঙ্গ পরিচয় পরিস্ফুট হয়ে উঠে।