আনিস চৌধুরী
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আনিস চৌধুরী (১৯২৯-২রা নভেম্বর; ১৯৯০) ছিলেন বাংলাদেশী নাট্যকার এবং ঔপন্যাসিক। তাঁর জন্ম কলকাতায় হলেও পৈতৃক নিবাস ছিল কুমিল্লায়। ১৯৬৮ সালে নাটকে বাংলা একাডেমী পুরস্কার লাভ করেন।
[সম্পাদনা করুন] সাহিত্য কর্ম
- নাটক
- মানচিত্র
- অ্যালবাম (১৯৬৫)
- চেহারা (১৯৭৯)
- তবুও অন্যান্য
- উপন্যাস
- সরোবর (১৯৬৭)
- সৌরভ (১৯৬৮)
- শখের পুতুল (১৯৬৮)
- মধুগড় (১৯৭৪)
- ঐ রকম একজন (১৯৮৬)
- ময়নামতী
- গল্প সংকলন
- সুদর্শন ডাকছে (১৯৭৮)