স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ বাংলাদেশের একটি সরকারী মেডিকেল কলেজ। এটি বুড়িগঙ্গা নদীর তীরে পুরাতন ঢাকায় অবস্থিত। এর আগের নাম "মিটফোর্ড হাসপাতাল"। এর বর্তমান স্থানে পূর্বে নবাব শায়েস্তা খানের প্রাসাদ এবং "ওলন্দাজ কুঠি" ছিল। ১৮৫৮ সালে এই হাসপাতাল প্রতিষ্ঠিত হয়। ঢাকার কালেক্টর এবং পরবর্তি তে ঢাকার তখন কার সুপ্রীম কোর্টের বিচারপতি রবার্ট মিটফোর্ড এর রেখে যাওয়া টাকা হতে তার ট্রাস্টীগণ এই হাসপাতাল নির্মাণ করেন।