স্বাভাবিক সংখ্যা
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
যেকোন মানুষের বা শিশুর গণিত শিক্ষা শুরু হয় এই পূর্ণ সংখ্যার সারি দিয়ে:
১, ২, ৩, ৪, ৫, ৬, . . .
স্বাভাবিক সংখ্যা (Natural Numbers) বলতে অনেক সময় এই সারির সংখ্যাগুলিকেই বোঝানো হয়।
কিন্তু গণিতের জ্ঞান আরেকটু এগোলে ওপরের সংখ্যাগুলির সঙ্গে শূন্যকেও অন্তর্ভুক্ত করা হয়:
০, ১, ২, ৩, ৪, ৫, ৬, . . .
তাই বহুক্ষেত্রেই এই দ্বিতীয় বৃহত্তর সারির সংখ্যাগুলিকে স্বাভাবিক সংখ্যা বলা হয়।
গণিতে স্বাভাবিক সংখ্যার এই দুরকম অর্থই প্রচলিত।
স্বাভাবিক সংখ্যার প্রথম গাণিতিক সংজ্ঞা দিয়েছিলেন গট্লব্ ফ্রেগে (উনবিংশ শতাব্দীতে) এবং পরে বার্ট্রান্ড্ রাসেল্ ।