সাপুড়ে
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
একধরণের পেশাভিত্তিক গোষ্ঠী যারা সাপ ধরে ও সাপের খেলা দেখিয়ে জীবিকা নির্বাহ করে। এরা বেদে নামেও পরিচিত। এরা শেকড় বাকড় দিয়ে সর্পাঘাতের হাতুড়ে চিকিৎসাও করে থাকে।
এদের ঝাঁপিতে সাপ নিয়ে ঘুরতে দেখা যায়। পেটমোটা "সাপুড়ে-বাঁশি" বাজিয়ে এরা সাপ নাচায় (আসলে সাপ ভালো শুনতে পায়না, তাই মাটিতে পা ঠুকে ও বাঁশি দুলিয়ে এত কসরত)।
মন্ত্রতন্ত্রসিদ্ধ বলে সমীহ করা হলেও এদের প্রধান যাদু হস্তনৈপূণ্য (ও ক্ষিপ্র গতি) এবং সাপেদের সম্বন্ধে অভিজ্ঞতা।
সাধারণত এরা পোষা বিষধর সাপের বিষদাঁত উপড়ে রাখে (এবং ডেন্টাল প্যাপিলা চেঁছে রাখে যাতে আর না গজায়।) বা অন্তত বিষ দুইয়ে রাখে। সর্পবিষ প্রতিষেধক তৈরীর জন্য সেই বিষ বিক্রিও করা যায়।