সংখ্যা
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সংখ্যা হলো পরিমাপের একটি বিমূর্ত ধারণা। সংখ্যা প্রকাশের প্রতীকগুলিকে বলা হয় অঙ্ক।
সংখ্যাকে বিভিন্ন ব্যবস্থায় প্রকাশ করা সম্ভব:
[সম্পাদনা করুন] দশমিক ব্যবস্থা
এই ব্যবস্থায় সংখ্যার একেকটি অঙ্ক দশের এককটি গুণিতক।
অনেক একককে দশের বিভিন্ন গুণিতকে প্রকাশ করার জন্য বিশেষ উপসর্গ আছে:
- কিলো
- মেগা
- গিগা
- টেরা
- পেটা
- এক্সা
- ডেসি
- সেন্টি
- মিলি
- মাইক্রো
- ন্যানো
- পিকো
- ফেম্টো
- অ্যাটো
- জেপ্টো
[সম্পাদনা করুন] বাইনারি ব্যবস্থা
বাইনারি সংখ্যা ব্যবস্থায় শুধু দুইটি অংক, ০ ও ১ ব্যবহার করা হয়। যেমন, দশমিক ৬ সংখ্যাটি বাইনারিতে প্রকাশিত হবে ১১০ হিসাবে। প্রতিটি অবস্থানের গুরুত্ব (weight) ২ করে, অর্থাৎ ৬ = ১* ২২+১* ২১+১* ২০। এই সংখ্যা পদ্ধতির সুবিধা হল ইলেক্ট্রনিক বর্তনীতে খুব সহজেই বাইনারি সংখ্যার হিসাব করা যায়, ফলে কম্পিউটার ও ডিজিটাল বর্তনীতে এই সংখ্যা ব্যবস্থার ব্যাপক প্রচলন রয়েছে।