আলাপ:শেখ মুজিবুর রহমান
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
এই নিবন্ধের প্রথম লেখকদের উদ্দ্যেশে লিখছি, আমি আগের তত্ত্ব গুলোর শুধু অল্প কিছু ডিলিট করেছি। তাছাড়া আর সব কিছু জায়গামতো Paste করে দিয়েছি... ধন্যবাদ। মুনতাসির
With due respect, বঙ্গবন্ধু একটি খেতাব যা ১৯৬০ এর শেষে দেয়া হয়, এটি তাঁর নাম না। কাজেই শেখ মুজিবুর রহমানকে নিবন্ধের মধ্যে "বঙ্গবন্ধুর পিতা ..." এভাবে সম্বোধন না করে "শেখ মুজিবের পিতা ..." এভাবে সম্বোধন করা উচিৎ। তা ছাড়া "পাকিস্তান আমলে বঙ্গবন্ধু" এই শিরোনামের বদলে "পাকিস্তান আমলে শেখ মুজিব" এটা বাঞ্ছনীয়, কারণ পাকিস্তান আমলের শুরুতে তাঁর এই উপাধি ছিল না। এটা ছোট্ট একটা টেকনিকাল পয়েন্ট, কিন্তু এই পরিবর্তনটা করতে অনুরোধ করছি ... উপাধির বদলে নাম ব্যবহার করুন। --রাগিব (আলাপ | অবদান) ১৬:৪৭, ২৮ জুন ২০০৬ (UTC)
পারিবারিক পরিচিতির ক্ষেত্রে আমি বঙ্গবন্ধুর জায়গায় শেখ মুজিব করে দিয়েছি। সেই সাথে কলকাতায় বঙ্গবন্ধুর জায়গায় কলকাতায় শেখ মুজিব করে দিয়েছি। কিন্তু পাকিস্তান আমলে বঙ্গবন্ধু এর জায়গায় আমার মনে হয় না পরিবর্তন করা দরকার। কারণ তাকে বঙ্গবন্ধু বলা হয় পাকিস্তান আমলে তার প্রায় সকল কর্মকান্ডের জন্য। তাই ঐ অংশ টুকু পরিবর্তন করলাম না। .......... ধন্যবাদ। মুনতাসির(আলাপ |অবদান
ইহাইয়া না ইয়াহিয়া, আওয়ামি না আওয়ামী হবে?--রিয়াদ ০৫:৫১, ১৫ আগস্ট ২০০৬ (UTC)
- ইয়াহিয়া তো বটেই, আর আওয়ামী বানানটাই তো দলটি ব্যবহার করে, তাই না? --রাগিব (আলাপ | অবদান) ০৫:৫২, ১৫ আগস্ট ২০০৬ (UTC)
[সম্পাদনা করুন] ৮ বঙ্গবন্ধু ও অন্যান্য নেতৃবৃন্দ
এই অনুচ্ছেদের তাৎপর্য কী? এটা শেখ মুজিবুর রহমানের উপরে নিবন্ধ - অপ্রাসঙ্গিক ভাবে অন্যদের টেনে আনার কোনই দরকার নাই। দ্বিতীয়তঃ, বঙ্গবন্ধু শব্দটি শেখ মুজিবুর রহমানের নামের অংশ না, এটা একটা খেতাব বা উপাধি, এবং এটাকে বিশেষ্য হিসাবে ব্যবহার করা কোন অবস্থাতেই বাঞ্ছনীয় না। কাজেই ব্যক্তি হিসাবে উনাকে সম্বোধন করার সময় নাম ব্যবহার করা উচিৎ। ধন্যবাদ। --রাগিব (আলাপ | অবদান) ২১:৪৭, ১৬ আগস্ট ২০০৬ (UTC)