শক্তিপদ রাজগুরু
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শক্তিপদ রাজগুরু একজন ভারতীয় বাঙালি লেখক ।
[সম্পাদনা করুন] জীবনী
শক্তিপদ রাজগুরুর জন্ম ১৯২২ সালে, পশ্চিমবঙ্গের বাঁকুড়ার গোপেবন্দী এলাকায়। তাঁর স্কুল জীবন কেটেছে মুর্শিদাবাদের বাছটোপি টি এন ইন্সটিটিউশনাল স্কুলে। পরে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি লাভ করেন। তাঁর লেখালেখির সূচনা ১৯৪৫ সাল থেকে। সে বছর তাঁর প্রথম উপন্যাস, দিনগুলি মোর ছাপা হয়, যা উদ্বাস্তুদের জীবন ও সংগ্রাম নিয়ে রচিত। এর পরে তিনি ১০০র ও বেশি উপন্যাস লিখেছেন।
[সম্পাদনা করুন] উল্লেখযোগ্য গ্রন্থ তালিকা
- মেঘে ঢাকা তারা
- মনি বেগম
- অন্তরে অন্তরে
- জীবন কাহিনী
- অনুসন্ধান
- অমানুষ