লজ্জাবতী
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
লজ্জাবতী বা Mimosa হলো প্রায় ৪০০ প্রজাতির গুল্ম ও লতার একটি গণ (genus), যা লেগিউম জাতীয় ফ্যাবায়েসি (Fabaceae) পরিবারের Mimosoideae উপ-পরিবারের অন্তর্গত। এর দ্বি-পক্ষল পাতা রয়েছে। এর মধ্যে সবচেয়ে পরিচিত প্রজাতি হলো Mimosa pudica। এর পাতা ছোঁয়া মাত্র বন্ধ হয়ে যায়। তাপের প্রভাবে, বা সন্ধ্যা বেলাতেও পাতা বন্ধ হয়ে যায়। এর আদি নিবাস মধ্য আমেরিকার মেক্সিকোতে, তবে বর্তমানে বিশ্বের সবখানে এটি ছড়িয়ে পড়েছে।