রামোন ম্যাগসেসে পুরস্কার
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রামোন ম্যাগসেসে পুরস্কার ১৯৫৭ সালের এপ্রিল মাসে প্রবর্তিত হয়। এটি প্রবর্তন করেন নিউইয়র্ক শহর ভিত্তিক রকফেলার ব্রাদার্স ফান্ড এর সম্মানিত ট্রাস্টিবৃন্দ। এই পুরস্কারটি প্রবর্তন করা হয় ফিলিপাইনের প্রয়াত প্রেসিডেন্ট রামোন ম্যাগসেসে এর স্মরণে।
প্রতি বছর রামোন ম্যাগসেসে এওয়ার্ড ফাউন্ডেশন এশিয়ার বিভিন্ন ব্যক্তি ও সংগঠনকে স্ব-স্ব ক্ষেত্রে বিশেষ অবদান ও কৃতিত্বের জন্য এই পুরস্কার প্রদান করে। ছয়টি শ্রেনীতে এই পুরস্কার প্রদান করা হয়:
- সরকারী সেবা
- পাবলিক সেবা
- সামাজিক নেতৃত্ব
- সাংবাদিকতা, সাহিত্য এবং যোগাযোগে উদ্ভাবনী কলা
- শান্তি ও আন্তর্জাতিক সমন্বয়
- নতুন নেতৃত্ব
১৯৫৭ সালের মে মাসে, ফিলিপাইনের সাতজন শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গকে রামোন ম্যাগসেসে এওয়ার্ড ফাউন্ডেশন (RMAF) এর ট্রাস্টি বোর্ড এর সদস্য করা হয়। এই অলাভজনক প্রতিস্ঠানটি পুরস্কারটির বাস্তবায়নে কাজ করে থাকে।
[সম্পাদনা করুন] বহিঃর্সংযোগ
রামোন ম্যাগসেসে এওয়ার্ড ফাউন্ডেশন