মোহাম্মদ হামিদুর রহমান
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মোহাম্মদ হামিদুর রহমান(ফেব্রুয়ারি ২, ১৯৫৩- অক্টোবর ২৮, ১৯৭১) বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী একজন শহীদ মুক্তিযোদ্ধা। যুদ্ধে অসামান্য বীরত্বের জন্য তাঁকে বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করা হয়।
[সম্পাদনা করুন] সংক্ষিপ্ত জীবনী
মোহাম্মদ হামিদুর রহমান ১৯৫৩ সালের ২ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের ২৪ পরগনা জেলার চাপড়া থানার অন্তর্গত ডূমুরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা আব্বাস আলী মন্ডল, মাতা মোসাম্মাৎ কায়সুন্নেসা। হামিদুর রহমানের স্থায়ী নিবাস ঘরোদা, খালিশপুর, খুলনা। খালিশপুর প্রাথমিক বিদ্যালয় এবং পরবর্তীকালে স্থানীয় নাইট স্কুলে সামান্য লেখাপড়া করেন। ১৯৭১ সালের ২ ফেব্রুয়ারী ইস্ট বেঙ্গল রেজিমেন্টে যোগদান করেন। যোগদানের পরই চট্টগ্রামের সেনানিবাসে ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে প্রশিক্ষণের জন্য যান। ২৫ মার্চ পাকিস্তান সেনাবাহিনীর আক্রমনের মুখে চাকরীস্থল থেকে নিজ গ্রামে চলে আসেন। বাড়ীতে একদিন থেকে পরদিনই মুক্তিযুদ্ধে যোগ দেওয়ার জন্য চলে যান সিলেট জেলার শ্রীমঙ্গল থানার ধলই চা বাগানের পূর্ব প্রান্তে অবস্থিত ধলই বর্ডার আউটপোস্টে। সেখানে ১ম ইস্টবেঙ্গলের সি কোম্পানির হয়ে ধলই বর্ডারের ফাঁড়ি দখল করার অভিযানে অংশ নেন। সেই অভিযানে শহীদ হন। সীমান্তের নিকট আম্বাসা গ্রামে হামিদুর রহমানকে দাফন করা হয়।
[সম্পাদনা করুন] যেভাবে শহীদ হলেন
১৯৭১ সালের ২৭ অক্টোবর রাতে সি কোম্পানী যাত্রা করে ধলই বর্ডারের ফাঁড়ি দখল করতে। ভোর চারটায় লক্ষস্থলের কাছে পৌছে অবস্থান নেয়। সামনে দু প্লাটুন ও পেছনে এক প্লাটুন সৈন্য অবস্থান নিয়ে অগ্রসর হতে থাকে শত্রু অভিমুখে। শত্রু অবস্থানের কাছাকাছি এলে একটি মাইন বিস্ফোরিত হয়। সাথে সাথে শত্রু পক্ষ হতে অবিরাম গুলিবর্ষণ শুরু হয়। শত্রু পক্ষের এল.এম.জি -র কারনে মুক্তিযোদ্ধাদের এগুনো বন্ধ হয়ে যায়। তখন শত্রু র এল.এম.জি কে নিষ্ক্রিয় করার জন্য ক্রলিং করে এগিয়ে যান সিপাহী হামিদুর রহমান। ঝাঁপিয়ে পড়েন এল.এম.জি-র অবস্থানের উপড়। নিহত হয় এল.এম.জি-র চালকদ্বয়। সঙ্গে সঙ্গে স্তব্ধ হয়ে যায় এল.এম.জি এবং গুলির আঘাতে নিস্তব্ধ হয়ে যান হামিদুর রহমান নিজেও। দুর্বার গতিতে মুক্তিযোদ্ধারা দখল করে নেয় দুর্ভেদ্য ঘাঁটি। নিজের জীবনের বিনিময়ে যুদ্ধের গতি পরিবর্তন করে দেন এই বীর সিপাহী।
বীর শ্রেষ্ঠ পদক |
---|
মহিউদ্দীন জাহাঙ্গীর - হামিদুর রহমান - মোস্তফা কামাল - রুহুল আমিন - মতিউর রহমান - মুন্সি আব্দুর রউফ - নূর মোহাম্মদ শেখ |