মোহাম্মদ আকরম খাঁ
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মাওলানা মোহাম্মদ আকরম খাঁ (১৮৬৮ - আগস্ট ১৮, ১৯৬৮) একজন বিশিষ্ট সাংবাদিক, সাহিত্যিক ও রাজনীতিবিদ।
সূচিপত্র |
[সম্পাদনা করুন] জন্ম
১৮৬৮ সাল হাকিমপুর গ্রাম, চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ। পিতা আলহাজ গাজী মাওলানা আব্দুল বারী ও মাতা বেগম রাবেয়া খাতুন।
[সম্পাদনা করুন] শিক্ষা জীবন
শৈশবে গ্রামের মক্তবে শিক্ষারম্ভ করেন। ধর্মীয় শিক্ষার প্রতি আশৈশব অনুরাগ বশত ইংরেজী স্কুল ছেড়ে কলিকাতা আলীয়া মাদ্রাসা থেকে কৃতিত্ত্বের সঙ্গে শেষ পরীক্ষায় উত্তীর্ণ হন।
[সম্পাদনা করুন] রাজনৈতিক জীবন
১৯০৫ সালে বঙ্গভঙ্গ আন্দোলনে অংশগ্রহনের মধ্য দিয়ে রাজনৈতিক জীবন আরম্ভ করেন। ১৯০৬ সালে প্রতিষ্ঠিত মুসলীম লীগের প্রতিষ্ঠাতা সদস্য। এছাড়া তিনি বিভিন্ন সময়ে নিখিল ভারত মুসলীম লীগ, পাকিস্তান মুসলীম লীগ, প্রাদেশিক মুসলীম লীগের ভাইস প্রেসিডেন্ট ও সভাপতি ছিলেন। ১৯৫৪ সালে গণপরিষদ ভেঙ্গে দেওয়া হলে তিনি প্রত্যক্ষ রাজনীতি থেকে সরে দাঁড়ান।
[সম্পাদনা করুন] সাংবাদিকতা
১৯১০ সালে সাপ্তহিক মোহাম্মদী ও দৈনিক খাদেম প্রতিষ্ঠা করেন। তারপর ১৯২১ সালে উর্দূ জামানা ও বাংলা দৈনিক সেবক প্রকাশ করেন। মুসলীম সমাজকে জাগাবার জন্য ১৯৩৬ সালে তাঁর সম্পাদনায় দৈনিক আজাদ প্রকাশ করেন।
[সম্পাদনা করুন] সাহিত্য কর্ম
- সমস্যা ও সমাধান
- আমপারার বাংলা অনুবাদ
- মোস্তফা-চরিত
- মোস্তফা-চরিতের বৈশিষ্ট্য
- বাইবেলের নির্দেশ ও প্রচলিত খ্রীষ্টান ধর্ম
- মুসলীম বাংলার সামাজিক ইতিহাস
- তাফসীরুল কোরআন(১-৫ খন্ড)