মিজানুর রহমান চৌধুরী
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মিজানুর রহমান চৌধুরী (অক্টোবর ১৯, ১৯২৮- ফেব্রুয়ারি ২, ২০০৬) একজন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী। তিনি জুলাই ৯, ১৯৮৬ থেকে মার্চ ২৭, ১৯৮৮ পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন।
সূচিপত্র |
[সম্পাদনা করুন] জন্ম
মিজানুর রহমান চাঁদপুর জেলায় জন্ম গ্রহণ করেন।
[সম্পাদনা করুন] রাজনীতি
[সম্পাদনা করুন] পাকিস্তান আমল
কলেজ থেকেই তিনি ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। ১৯৬২ সালে তিনি আওয়ামী লীগের প্রার্থি হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। যখন শেখ মুজিবুর রহমান এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দ কারাগারে ছিলেন তখন তিনি দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে।। ১৯৬৭ সালে তিনি নিজেও গ্রেফতার হন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তিনি সক্রিয় ভাবে অংশগ্রহণ করেন।
[সম্পাদনা করুন] স্বাধীন বাংলাদেশ
[সম্পাদনা করুন] শেখ মুজিবের সরকার
স্বাধীন বাংলাদেশে তিনি সংসদ সদস্য ছিলেন। ১৯৭৩ শেখ মুজিবুর রহমানের মন্ত্রী সভায় তিনি তথ্য মন্ত্রনালয়ের দায়িত্বে ছিলেন। ১৯৭৫ সালে শেখ মুজিব নিহত হলে মিজানুর রহমান মন্ত্রীত্ব ছেড়ে দিয়ে, আওয়ামী লীগের একটি অংশের নেতৃত্ব দেন।
[সম্পাদনা করুন] এরশাদের সরকার
আশির দশকের শুরু দিকে হুসেইন মুহাম্মদ এরশাদের সামরিক সরকারকে সমর্থন দেন এবং জাতীয় পার্টিতে যোগ দেন (১৯৮৪)। এরশাদের রাষ্ট্রপতি থাকা কালীন তিনি দুই বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ১৯৯০ সালে এরশাদ ক্ষমতা ছেড়ে দেন। ২০০১ সালে মিজানুর রহমান আওয়ামী লীগে যোগ দেন এবং মৃত্যুর আগ পর্যন্ত আওয়ামী লীগের উপদেষ্টা ছিলেন।
[সম্পাদনা করুন] মৃত্যু
২০০৬ সালে তিনি মৃত্যু বরণ করেন।
পূর্বসূরী: আতাউর রহমান খান |
বাংলাদেশের প্রধানমন্ত্রী জুলাই ৯, ১৯৮৬ - মার্চ ২৭, ১৯৮৮ |
উত্তরসূরী: মওদুদ আহমেদ |
বাংলাদেশের প্রধানমন্ত্রী | |
---|---|
তাজউদ্দীন আহমদ •শেখ মুজিবুর রহমান • মোঃ মনসুর আলী • মশিউর রহমান • শাহ আজিজুর রহমান • আতাউর রহমান খান • মিজানুর রহমান চৌধুরী • মওদুদ আহমেদ • কাজী জাফর আহমেদ •খালেদা জিয়া •শেখ হাসিনা ওয়াজেদ • খালেদা জিয়া • |