মার্কিন ডলার
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইউনাইটেড স্টেট্স ডলার বা ইউ এস ডলার (মুদ্রা কোড: USD) হল মার্কিন যুক্তরাষ্ট্রের মুদ্রার নাম। সাংকেতিক চিহ্ন $ , অন্যান্য ডলার নামক মুদ্রা হতে আলাদা করার জন্য একে US$ ও লেখা হয়। ১ ডলার ১০০ সেন্ট এর সমতূল্য। মার্কিন কংগ্রেস ১৭৮৫ খ্রীস্টাব্দে এটি চালু করে। এটি বর্তমানে বিশ্বের সর্বাধিক প্রচলিত মুদ্রা। যুক্তরাষ্ট্র ছাড়াও আরও কিছু দেশ ডলারকে সরকারী মুদ্রা হিসাবে ব্যবহার করে। ১৯৯৫ খ্রীস্টাব্দের হিসাব অনুযায়ী বাজারে $৩৮০ বিলিয়ন (৩৮ হাজার কোটি) ডলার চালু আছে, যার দুই-তৃতীয়াংশই যুক্তরাষ্ট্রের বাইরে চালু। ২০০৫ খ্রীস্টাব্দ নাগাদ এর পরিমাণ দ্বিগুন হয়ে $৭৬০ বিলিয়নে (৭৬ হাজার কোটি) পৌছেছে। এর অর্ধেকই রয়েছে যুক্তরাষ্ট্রের বাইরে।