মাইকেল জর্ডান
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
Statue of Michael Jordan at the United Center in Chicago
|
|
Position | শুটিং গার্ড |
---|---|
Nickname | "Air Jordan", "His Airness" |
Height | Template:Height |
Weight | Template:Weight |
Nationality | Template:Flagcountry |
Born | ১৭ই ফেব্রুয়ারি, ১৯৬৩ ব্রুকলিন, নিউ ইয়র্ক |
College | ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলিনা অ্যাট চ্যাপেল হিল |
Draft | ৩য় সার্বিকl, ১৯৮৪ শিকাগো বুল্স |
Pro career | ১৯৮৪-১৯৯৩, ১৯৯৫-১৯৯৮, ২০০১ – ২০০৩ |
Former teams | শিকাগো বুল্স ১৯৮৪-১৯৯৮ ওয়াশিংটন উইজার্ড্স ২০০১-২০০৩ |
Awards | ACC Men's Basketball Player of the Year (1984) Naismith College Player of the Year (1984) |
মাইকেল জেফরি জর্ডান (ইংরেজি: Michael Jeffrey Jordan) (জন্ম ১৭ই ফেব্রুয়ারি, ১৯৬৩) একজন অবসরপ্রাপ্ত মার্কিন পেশাদারী বাস্কেটবল খেলোয়াড়। তিনি তাঁর প্রজন্মের সবচেয়ে জনপ্রিয় অ্যাথলিট এবং বিশ্বজুড়ে এনবিএ-র খ্যাতি ছড়িয়ে দিতে ১৯৮০ ও ১৯৯০-এর দশকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বর্তমানে তিনি শার্লট ববক্যাট্স নামক বাস্কেটবল দলের আংশিক মালিক।
জর্ডান দীর্ঘ ১৫ বছর এনবিএ-তে খেলেন ও ইতিহাসের সর্বোচ্চ ম্যাচপ্রতি ৩০.১২ গড় স্কোর নিয়ে অবসর নেন। তিনি শিকাগো বুল্স দলের হয়ে খেলে ছয়বার এনবিএ শিরোপা জয় করেন; ছয়বারই তিনি ফাইনালের সবচেয়ে দামী খেলোয়াড় (এমভিপি) পুরস্কার লাভ করেন। এছাড়া তিনি ১০ বার সর্বোচ্চ স্কোরকারীর শিরোপা লাভ করেন এবং ৫ বার লীগের সেরা খেলোয়াড় (লিগ এমভিপি) নির্বাচিত হন। স্পোর্ট্স ইলাস্ট্রেটেড (Sports Illustrated) ম্যাগাজিন ১৯৯১ সালে তাকে Sportsman of the Year খেতাব দেয়। ১৯৯৯ সালে ইএসপিএন তাকে বিংশ শতাব্দীর সেরা অ্যাথলিট ঘোষণা করে। তাঁর লাফানোর ক্ষমতা ও বহু দূর থেকে লাফিয়ে বল বাস্কেটে "ডাংক" করার জন্য তাঁকে অনেক সময় "এয়ার জর্ডান (Air Jordan) ও "হিজ এয়ারনেস (His Airness) নামে ডাকা হয়। অনেকেই জর্ডানকে সর্বকালের সেরা বাস্কেটবল খেলোয়াড় মনে করেন।