ভিওএ
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ভয়স অ্যামেরিকা (ইংরেজী: Voice of America, সংক্ষেপে VOA) যুক্তরাষ্ট্রের সরকারী আন্তর্জাতিক রেডিও এবং টেলিভিশন ব্রডকাস্টিং সার্ভিস। এই সার্ভিস পৃথিবীর অন্যান্য ব্রডকাস্টিং সার্ভিস যেমন বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস, ডয়চে ভেলে, রেডিও নেদার্ল্যান্ডস, রেডিও ফ্রান্স ইন্টার্ন্যাশনাল, ভয়স অফ রাশিয়া ও রেডিও কানাডা (যা কানাডা ব্রডকাস্টিং কর্পোরেশনের মালিকানাধীন) ইন্টারন্যাশনালের মতই।
সূচিপত্র |
[সম্পাদনা করুন] বিভিন্ন ভাষায় ভিওএ
ভিওএ অনেক ভাষায় অনুষ্ঠান প্রচার করে:
[সম্পাদনা করুন] ভিওএ বাংলা
ভিওএ বাংলা হচ্ছে ভয়স অফ আমেরিকার বাংলা বিভাগ। ভিওএ নিউজ চ্যানেলে দেখায় আমেরিকায়। এর প্রোগ্রামগুলি অনলাইনও দেখা জায় এদের ওয়েবসাইটে। এর একটি টি.ভি প্রোগ্রাম আছে; তার নাম ওয়াশিংটন বার্তা। এর রেডিয়ও প্রোগ্রামের নাম হ্যালো, ওয়াশিংটন আর সাক্ষাৎকার। এই প্রোগ্রামগুলি ওয়াশিংটন, ডি.সি. থেকে ব্রডকাস্ট হয়।
ভিওএ বাংলা'র স্টাফের নাম:
- ইকবাল বাহার চৌধুরি, বাংলা সার্ভিসের চীফ
- রকিয়া হাইদার, ম্যানেজিং এডিটর
- আনিস আহমেদ, ব্রডকাস্টার
- অসিম পি. চাক্রবতি, ব্রডকাস্টার
- শামীম চৌধুরি, ব্রডকাস্টার
- ডেলোরিস এ. ডেভিস, প্রডিউসার
- মাসুমা খাটুন, ব্রডকাস্টার
- দিলারা হাশেম, ব্রডকাস্টার
- আহসানুল হক, ব্রডকাস্টার
- শেগফতা নাস্রীন কুঈন, ব্রডকাস্টার
- জাউর সৈয়দ রহমান, ব্রডকাস্টার
- কবিরুদ্দিন সরকর, ব্রডকাস্টার
এদের ওয়েবসাইট
- ভয়স অ্যামেরিকা বাংলা'র ওয়েবসাইট - এইটায় রেডিও আর টি.ভি ব্রডকাস্টগুলি আছে
- ভয়স অফ অ্যামেরিকা'র ওয়েবসাইট
[সম্পাদনা করুন] ভিওএ ইংরেজী
[সম্পাদনা করুন] ভিওএ হিন্দি
[সম্পাদনা করুন] ভিওএ ফরাসী
[সম্পাদনা করুন] ভিওএ থাই
[সম্পাদনা করুন] ভিওএ পার্সীয়
[সম্পাদনা করুন] আরও দেখুন
বাংলায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যম |
---|
ইউরোপ: বিবিসি বাংলা • ডয়চে ভেলে বাংলা • ভয়স অফ রাশিয়া |
আমেরিকা: ভয়স অফ অ্যামেরিকা বাংলা |
এশিয়া: চীন আন্তর্জাতিক বেতার
[সম্পাদনা করুন] বহির্সংযোগ |