পদ্মাবতী
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পদ্মাবতী মধ্যযুগের বাঙালি কবি আলাওলের একটি কাব্য। এটিকে আলাওলের শ্রেষ্ঠ কাজ বলে গণ্য করা হয়।
এটি একটি অনুবাদ কাব্য। প্রাচীন হিন্দী ভাষার মহাকবি মালিক মুহম্মদ জায়সির পদুমাবত কাব্যের অনুবাদ করেন আলাওল। তবে তিনি একে অনেকটা নিজের মতো করে অনুবাদ করায় পদ্মাবতীকে নতুন সৃষ্টি হিসেবে দেখা হয়।
সিংহলের রাজকন্যা পদ্মাবতী, চিতোরের রাজা রত্নসেন, দিল্লীর সম্রাট আলাউদ্দিন খিলজি, রাজা দেবপাল - এসকল চরিত্র নিয়ে রচিত কাল্পনিক কাহিনীর কাব্যরূপ পদ্মাবতী।