ধুমকেতু
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইংরেজীতে 'কমেট'(Comet)-এর বাংলা প্রতিশব্দ ধুমকেতু। এটি ধুলো, বরফ ও গ্যাসের তৈরি এক ধরনে মহাজাগতিক বস্তু। এরা নিজেদের কক্ষপথে ঘুরতে থাকে। সূর্যের কাছাকাছি এলে সূর্যের তাপ ও আলোর প্রভাবে ধুমকেতুর পিছন দিক দিয়ে ধূলো আর গ্যাসের বাষ্প বের হতে থাকে। এই অংশটিকে ধুমকেতুর লেজ বলা হয়। কিছু ধুমকেতু নির্দিষ্ট সময় পরপর একই স্থানে ফিরে আসে। যেমন হ্যালীর ধুমকেতু