জেমস্ চ্যাডউইক
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিখ্যাত ব্রিটিশ পদার্থবিজ্ঞানী স্যার জেমস্ চ্যাডউইক (অক্টোবর ২০, ১৮৯১ – জুলাই ২৪, ১৯৭৪) ১৯৩২ সালে নিউট্রন আবিষ্কার করেন। এই অবদানের জন্য তিনি নোবেল পুরস্কার লাভ করেন। তিনি গনভিলি ও কেয়াস কলেজ এর মাস্টার মনোনীত হন এবং পরবর্তিতে কলেজের কিছু ফেলোর সাথে বিবাদের কারনে মাস্টার পদটিতে ইস্তফা দেন।