চাদ
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
- এটি আফ্রিকার একটি রাষ্ট্র সংক্রান্ত নিবন্ধ। আপনি যদি পৃথিবীর উপগ্রহ সংক্রান্ত নিবন্ধটি দেখতে চান, তাহলে দেখুন: চাঁদ
চাদ প্রজাতন্ত্র মধ্য আফ্রিকার একটি দেশ। এর উত্তরে লিবিয়া, পূর্বে সুদান, দক্ষিণে মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র,দক্ষিণ-পশ্চিমে ক্যামেরুন এবং নাইজেরিয়া এবং পশ্চিমে নাইজার অবস্থিত। সমূদ্র থেকে দূরে এবং এর বেশিরভাগ অঞ্চল মরুভূমি দ্বারা আচ্ছাদিত বিধায় এই দেশকে কখনো কখনো আফ্রিকার মৃত হৃদয় বলে অভিহিত করা হয়। এর উত্তরে রয়েছে তিবেস্তি পর্বত যা সাহারা মরুভূমির সবচেয়ে বড় পর্বতশ্রেণী।
চাদ এর রাজধানীর নাম এন জামেনা। এটি এই দেশের সবচেয়ে বড় শহর।
সূচিপত্র |