ক্রীড়া
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মনোরঞ্জক শরীর চর্চাকে ক্রীড়া বলে। অনেকে ক্রীড়াকে উৎকৃষ্ট মানের শরীর চর্চা বলে অভিহিত করেন। বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন রকমের ক্রীড়া বা খেলাধুলা দেখা যায়। কিন্তু কিছু খেলা বিশ্বের প্রায় সকল দেশেই খেলা হয় এবং সেগুলো খুবই জনপ্রিয়। কিছু খেলার বিশ্বব্যাপি জনপ্রিয়াতার কারণে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগীতার আযোজন করা হয়। এসব খেলার মধ্যে দাবা, ফুটবল, ক্রিকেট, টেনিস অন্যতম।