কৃষ্ণবস্তু-বিকিরণ
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পূর্ণশোষী একটি উত্তপ্ত বস্তু(এমন বস্তুকেই কৃষ্ণবস্তু বলে) হতে নির্গত যে বিকিরণের মোট শক্তি উপস্থিত সবকটি তরঙ্গ দৈর্ঘ্যে সমপরিমানে বন্টিত থাকে, তাকেই কৃষ্ণবস্তু-বিকিরণ বলে। তাপীয় সাম্যাবস্থায় সংঘটিত যেকোন বিকিরণই কৃষ্ণবস্তু-বিকিরণ।