কম্পাঙ্ক
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কোন তরঙ্গের চূড়াগুলি যে হারে একটি নির্দিষ্ট বিন্দুকে অতিক্রম করে, তাকে ঐ তরঙ্গের কম্পাঙ্ক(Frequency) বলা হয়।
তরঙ্গ দ্রুতিকে তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে ভাগ করে তরঙ্গের কম্পাঙ্ক পাওয়া যায়। এর একক হলো পূর্ণচক্র প্রতি সেকেন্ড বা হার্জ।