ওয়েইন রুনি
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ব্যক্তিগত তথ্য | ||
---|---|---|
জন্মতারিখ | অক্টোবর ২৪, ১৯৮৫ | |
জন্মস্থান | লিভারপুল, ইংল্যান্ড | |
উচ্চতা | ৫ ফুট ১০ ইঞ্চি (১৭৮ সেমি) | |
ডাকনাম | ওয়াজ্জা, এল ব্লাঙ্কো পেলে, রুনালদো | |
অবস্থান | ফরওয়ার্ড | |
ক্লাব তথ্য | ||
বর্তমান ক্লাব | ম্যানচেস্টার ইউনাইটেড | |
নম্বর | ৮ | |
যুব ক্লাব | ||
? –২০০২ | এভারটন | |
পেশাদারী ক্লাব* | ||
বছর | ক্লাব | উপস্থিতি (গোলসংখ্যা) |
২০০২–২০০৪ ২০০৪ - বর্তমান |
এভারটন ম্যানচেস্টার ইউনাইটেড সব মিলিয়ে |
৬৭ (১৫) ৬৬ (২৯) ১৩৩ (৪৪) |
জাতীয় দল | ||
২০০৩ - বর্তমান | ইংল্যান্ড | ৩৩ (১১) |
* পেশাদারী ক্লাবের উপস্থিতি ও গোলসংখ্যা |
ওয়েন রুনি ইংল্যান্ড ফুটবল দলের সদস্য। তাঁর জন্ম ১৯৮৫ সালের ২৪শে অক্টোবর ইংল্যান্ডের লিভারপুল শহরে। রুনি আক্রমনভাগে খেলে থাকেন। তাঁর বর্তমান ক্লাব: ম্যানচেস্টার ইউনাইটেড।
ম্যারাডোনা রুনির মধ্যে নিজের গুণ দেখতে পেয়েছেন। ইংল্যান্ডের সাবেক কোচ এরিকসন পেলের সাথে রুনির তুলনা করেছেন। ব্রাজিলের সাবেক কোচ স্কলারি এই দুজনের তুলনা করতে গিয়ে বলেছেন,"একজন সাদা,আরেকজন কালো"।
[সম্পাদনা করুন] কিছু রেকর্ড
২০০২সালের অক্টোবরে তিনি ইংলিশ প্রিমিয়ারশীপে সবচেয়ে কম বয়সে (১৬ বছর ৩৬০ দিন)গোল করেন।
২০০৩সালের ফেব্রুয়ারিতে ইংল্যান্ড জাতীয় দলের হয়ে সবচেয়ে কম বয়সে (১৭ বছর ১১১ দিন)তাঁর অভিষেক হয়।
২০০৪সালের জুনে ইউরোপিয়ান কাপে সবচেয়ে কম বয়সে (১৮ বছর ২৩৭ দিন)গোল করেন।
(উপরের ৩টি রেকর্ড পরবর্তীতে তাঁর হাতছাড়া হয়)
ইংল্যান্ডের হয়ে তিনি সবচেয়ে কম বয়সে (১৭ বছর ৩১৭ দিন)গোল করেন।
ফুটবল ইতিহাসের সবচেয়ে দামি তরুন খেলোয়াড় (১৮ বছর বয়সে ৩০মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড তাঁকে দলে পায়)।
[সম্পাদনা করুন] ব্যাক্তিগত অর্জন
- ফিফা সেরা তরুন খেলোয়াড় (২০০৫)
- বিবিসি সেরা তরুন ক্রীড়া ব্যাক্তিত্ব (২০০২)।
[সম্পাদনা করুন] গোলসংখ্যা
(২০০৬ সালের জুলাই পর্যন্ত হিসাব)
- আন্তর্জাতিক-৩৩ ম্যাচে ১১ টি।
- ক্লাব ম্যাচ-
বছর | ক্লাব | গোল |
---|---|---|
২০০২-২০০৪ | এভারটন এফসি | ৬৭ ম্যাচে ১৫ গোল |
২০০৪-বর্তমান | ম্যাঞ্চেস্টার ইউনাইটেড | ৬৫ ম্যাচে ২৭ গোল |