আলোক বর্ষ
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আলোক বর্ষ জ্যোতির্বিদ্যায় ব্যবহৃত দূরত্বের একক। আলো শুন্যস্থানে এক বৎসর সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে এক আলোক বর্ষ বলে । এক আলোক বর্ষ দূরত্বের পরিমান প্রায় ৯.৪৬১×১০১২ কিলোমিটার বা প্রায় ৫.৮৭৯×১০১২ মাইল।