আলবেনিয়ার জাতীয় পতাকা
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আলবেনিয়ার জাতীয় পতাকা হল লাল বর্ণের, যার কেন্দ্রস্থলে একটি কালো বর্ণের দুই-মাথা ওয়ালা ঈগল পাখি রয়েছে। এটি ১৫শ শতকে উসমানীয় সাম্রাজ্যের বিরুদ্ধে বিদ্রোহ করা আলবেনীয় বিপ্লবী সিকান্দরবেগের পতাকা অনুসারে প্রণীত। সিকান্দরবেগের ঐ বিদ্রোহের ফলে ১৪৪৩ হতে ১৪৭৮ সাল পর্যন্ত আলবেনিয়া স্বাধীন ছিল। বর্তমান পতাকাটি এপ্রিল ৭, ১৯৯২ সালে প্রবর্তন করা হয়। কিন্তু পূর্বের আলবেনীয় সরকার, যেমন রাজতন্ত্রী আলবেনিয়া, ও যুদ্ধ পরবর্তী কমিউনিস্ট সরকারও প্রায় একই পতাকা ব্যবহার করতো (রাজতন্ত্রের সময় ঈগলটির উপরে সিকান্দরবেগের শিরোস্ত্রান, আর কমিউনিস্ট আমলে হলুদ রেখায় তৈরী লাল রঙের তারকা ছিল)।
ইতিহাস • প্রশাসনিক অঞ্চল • ভূগোল • অর্থনীতি • রাজনীতি • জনসংখ্যার পরিসংখ্যান • সংস্কৃতি • পরিবহন ব্যবস্থা • পর্যটন • সামরিক বাহিনী • ভাষা • ধর্মবিশ্বাস • সংবাদপত্র • বিশ্ববিদ্যালয়সমূহ • জাতীয় পতাকা • জাতীয় সঙ্গীত • শহর
ইউরোপের জাতীয় পতাকা (Europe) - সম্পাদনা |
---|
অস্ট্রিয়া (Austria) • আইসল্যান্ড (Iceland) • আয়ারল্যান্ড (Ireland) • আর্মেনিয়া (Armenia) • আলবেনিয়া (Albania) • ইউক্রেন (Ukraine) • ইতালি (Italy) • অ্যান্ডোরা (Andorra) • এস্তোনিয়া (Estonia) • ক্রোয়েশিয়া (Croatia) • গ্রীস (Greece) • চেক প্রজাতন্ত্র (Czech Republic) • জর্জিয়া (Georgia) • জার্মানি (Germany) • ডেনমার্ক (Denmark) • তুরস্ক (Turkey) • নরওয়ে (Norway) • নেদারল্যান্ড্স (The Netherlands) • পর্তুগাল (Portugal) • পোল্যান্ড (Poland) • ফ্রান্স (France) • ফিনল্যান্ড (Finland) • বুলগেরিয়া (Bulgaria) • বসনিয়া ও হার্জেগোভিনা (Bosnia and Herzegovina) • বেলজিয়াম (Belgium) • বেলারুশ (Belarus) • ভ্যাটিকান সিটি (Vatican City) • মন্টিনেগ্রো (Montenegro) • মাল্টা (Malta) • মলদোভা (Moldova) • মেসিডোনিয়া (Macedonia) • মোনাকো (Monaco) • যুক্তরাজ্য (United Kingdom) • রাশিয়া (Russia) • রোমানিয়া (Romania) • লুক্সেমবার্গ (Luxemburg) • লাটভিয়া (Latvia) • লিশটেনস্টাইন (Liechtenstein) • লিথুয়ানিয়া (Lithuania) • সুইজারল্যান্ড (Switzerland) • সুইডেন (Sweden) • স্পেন (Spain) • স্লোভাকিয়া (Slovakia) • স্লোভেনিয়া (Slovenia) • সান মেরিনো (San Marino) • সার্বিয়া (Serbia) • সিসিলি দ্বীপপুঞ্জ (Sicily Islands) • হাঙ্গেরী (Hungary) |