আর্থার মিলার
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আর্থার আশার মিলার (অক্টোবর ১৭,১৯১৫ -ফেব্রুয়ারি ১০,২০০৫) একজন মার্কিন নাট্যকার, প্রবন্ধকার এবং লেখক। তাঁর জন্ম নিউ ইয়র্ক নগরে। ছাত্রজীবনেই নাটক লিখে বেশ কয়েকটি পুরস্কার পান। পরে বেতার নাটক লেখা শুরু করেন। ফোকাস (১৯৪৬) ইহুদী বিরোধী মতবাদ সম্পর্কে লেখা তার একটি অন্যতম নাটক। অল্ মাই সন্স্ (১৯৪৭) এবং ডেথ্ অফ্ এ সেল্স্ম্যান (১৯৪৯) লেখার জন্য তিনি নিউ ইয়র্কের নাটক সমালোচনা সমিতির পুরস্কার লাভ করেন। শেষোক্ত বইটির জন্য তিনি পুলিট্জার পুরস্কার লাভ করেন।