আরগোনোমিকস
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আরগোনোমিকস (ergonomics) কাজের পরিবেশ এবং কাজে ব্যবহৃত বস্তু সমুহের গঠন এবং সেই সাথে ব্যবহারকারীর অঙ্গভঙ্গি নিয়ে যেখানে আলোচনা করা হয়। আপনার কর্মক্ষেত্র যেন আপনার শরিরের ক্ষতির কারন না হয় তার জন্য কি করা দরকার এবং কিভাবে সে সম্পর্কে এখানে বর্ননা থাকে। যেমন ওয়েল্ডিং এর কাজ যিনি করেন তার যেকোন সময়ে আগুনের স্ফুলিংগ দ্বারা চোখ বা শরীরের ক্ষতি হতে পারে, কিন্তু ক্ষতি যেন না হয় তার জন্য কি কি পদক্ষেপ নিবেন তার সবিশেষ বর্ননা আরগোনোমিকস খেকে পাবেন। এরূপ প্রতিটি কর্মের ই সুনির্দিষ্ট আরগোনোমিকস আছে।