আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড (ইংরেজি: International Mathematical Olympiad সংক্ষেপে IMO) হচ্ছে মাধ্যমিক স্কুলের ছাত্র-ছাত্রীদের জন্য প্রতিবছর অনুষ্ঠিত হয় এমন একটি গণিত অলিম্পিয়াড। এটি আন্তর্জাতিক বিজ্ঞান অলিম্পিয়াডগুলোর মধ্যে সবচেয়ে বেশী পুরাতন প্রতিযোগীতা।
প্রথম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হয় ১৯৫৯ সালে রোমানিয়ায়। তখন থেকে এটি প্রতিবছর অনুষ্ঠিত হচ্ছে, শুধু ১৯৮০ সাল এর ব্যতিক্রম। প্রায় ৯০ টি দেশ থেকে (সর্বোচ্চ) ছয় সদস্যের একটি করে দল (ও একজন দলপতি, সহ-দলপতি এবং একজন পর্যবেক্ষক) আন্তর্জাতিক গনিত অলিম্পিয়াডে অংশগ্রহন করে। যদিও প্রতিযোগিতায় অংশগ্রহনকারী দলকে নয়, প্রতিযোগীদের নম্বর প্রদান করা হয়। প্রতিযোগীদের বয়স অনধিক ২০ বছর হতে হবে এবং অবশ্যই মাধ্যমিকের উপরের স্তরের শিক্ষা থাকা চলবে না। এই সকল নিয়মের মধ্যে পড়লে একজন প্রতিযোগী একাধিকবার আন্তর্জাতিক গনিত অলিম্পিয়াডে অংশগ্রহন করতে পারবে।
প্রশ্নপত্রে ছয়টি সমস্যা (বা অংক) থাকে, প্রতিটি সমস্যা সমাধানের জন্য ৭ নম্বর দেয়া হয়। তাই পূর্ণমান হচ্ছে ৪২। পরীক্ষাটি হয়ে থাকে দুইদিনব্যাপী; প্রতিযোগীরা একেক দিনে সাড়ে চার ঘন্টা সময় পায় তিনটি সমস্যা সমাধানের জন্য। মাধ্যমিক স্তরের গণিত হতে সমস্যাগুলো নির্বাচন করা হয়। এগুলোর জন্য উচ্চতর গণিতের প্রয়োজন হয়না, আর সমাধনগুলো হয় ছোট ও বিচিত্র। তবে, সমাধান বের করার জন্য বুদ্ধিমত্তা ও গণিতের পারদর্শীতার প্রয়োজন।
[সম্পাদনা করুন] বর্তমান ও ভবিষ্যত প্রতিযোগিতাসমূহ
- ৪৮তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড হবে ভিয়েতনামের হ্যানয়ে ২০০৭ সালে।
- ৪৯তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড হবে স্পেনের গ্রানাডাতে ২০০৮ সালে।
- ৫০তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড হবে জার্মানির ব্রেমনে ২০০৯ সালে।
[সম্পাদনা করুন] ২০০৬ আইএমও'র ফলাফল
প্রাপ্ত নম্বর অনুযায়ী ফলাফলের তালিকা
- গনচীন (২১৪)
- রাশিয়ান ফেডারেশন (১৭৪)
- কোরিয় (১৭০)
- জার্মানি (১৫৭)
- যুক্তরাষ্ট্র (১৫৪)
- রোমানিয় (১৫২)
- জাপান (১৪৬)
- ইরান (১৪৫)
- মলডোভা (১৪০)
- তাইওয়ান (১৩৬)
- পোল্যান্ড (১৩৩)
- ইতালী (১৩২)
- ভিয়েতনাম (১৩১)
- হংকং (১২৯)
- কানাডা (১২৩)
প্রাপ্ত মেডেল অনুযায়ী ফলাফলের তালিকা
- গণচীন | (ছয়টি স্বর্ণ)
- কোরিয়া | (চারটি স্বর্ণ, দুইটি রৌপ্য)
- জার্মানী | (চারটি স্বর্ণ, দুইটি ব্রোঞ্জ)
- ইরান, রাশিয়া | (তিনটি স্বর্ণ, তিনটি রৌপ্য)
- রোমানিয়া| (তিনটি স্বর্ণ, একটি রৌপ্য, দুইটি ব্রোঞ্জ)
- যুক্তরাষ্ট্র | (দুইটি স্বর্ণ, চারটি রৌপ্য)
- জাপান | (দুইটি স্বর্ণ, তিনটি রৌপ্য, একটি ব্রোঞ্জ)
- ইতালী | (দুইটি স্বর্ণ, দুইটি রৌপ্য, একটি সম্মাননা)
- মলডোভা, ভিয়েতনাম | (দুইটি স্বর্ণ, একটি রৌপ্য, তিনটি ব্রোঞ্জ)
- তাইওয়ান | (একটি স্বর্ণ, চারটি রৌপ্য, একটি ব্রোঞ্জ)
- হংকং | (একটি স্বর্ণ, তিনটি রৌপ্য, দুইটি ব্রোঞ্জ)
- থাইল্যান্ড, স্লোভাকিয়া (একটি স্বর্ণ, দুইটি রৌপ্য, তিনটি ব্রোঞ্জ)